পাট আমাদের দেশে একটি মূল্যবান সম্পদ । যা এখন বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ । শুধু তাই নয় এই পাট দিয়ে দেশ বিদেশে তৈরি হচ্ছে , বিভিন্ন ডিজাইন এর ব্যাগ , জুতা ,কাপর , ইত্যাদি । তাই আমাদের বেশি বেশি পাট পণ্য ব্যবহার বাড়াতে এবং দুষিত পলি বর্জন করতে হবে । তাইতো আমরা তৈরি করছি লেডিস ব্যাগ, ক্যারি ব্যাগ, ট্র্যাভেল ব্যাগ,লাঞ্চ ব্যাগ,কাধে ঝোলানো ব্যাগ,জুয়েলারি বক্স,পাসপোর্ট ওয়ালেট ইত্যাদি রয়েছে । যা তৈরি হয় সম্পূর্ণ পরিবেশবান্ধব পাট থেকে ।