আমরা দৈনন্দিন কাজে প্রায়ই পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে থাকি। কেননা বাংলার সোনালী আঁশ পাট থেকে তৈরি হচ্ছে টেকসই , রুচিশীল ,নান্দনিক ও পরিবেশ বান্ধব ডিজাইনের বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগ ,লেডিস ব্যাগ, পেন্সিলবক্স ,বিউটিবক্স ,ক্যারি ব্যাগ, ট্র্যাভেল ব্যাগ, দেয়াল ঘড়ি , লাঞ্চব্যাগ ,ওয়ালেট ইত্যাদি পণ্য ।প্রতিদিন অফিসে দুপুরের খাবার বহনের জন্য একটি লাঞ্চ ব্যাগের প্রয়োজন।তাই আমরা এই কথাটি বিবেচনা করে বিভিন্ন ডিজাইন এবং রঙের লাঞ্চ ব্যাগ তৈরি করছি যা সম্পূর্ণ পরিবেশবান্ধব।